ঢাকার সব সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ৩০ ডিসেম্বর
ঢাকা মহানগরীর সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ১৫ ডিসেম্বর থেকে ভর্তি ফরম বিতরণ ও ৩০ ডিসেম্বর লটারির প্রস্তাব দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশি এ সপ্তাহের শুরুতে মাধ্যমিক স্কুলে ভর্তি সংক্রান্ত একটি নীতিমালা প্রস্তাবনা আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে মাউশি পরিচালক (মাধ্যমিক) বেলাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সরকারি স্কুলে ভর্তির বিষয়ে নীতিমালা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের সম্মতি পেলে সবাইকে জানিয়ে দেওয়া হবে।’
এর আগে, গত মাসের শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন যে মাধ্যমিক স্কুলে ভর্তি প্রক্রিয়া লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে।
Comments