অ্যালার্জি থাকলে ফাইজারের ভ্যাকসিন নয়: এমএইচআরএ

যাদের অ্যালার্জি আছে তাদের জন্য ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন না নেওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ। গতকাল দেশটিতে করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ার পর দুজনের বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় এ পরামর্শ দিয়েছে সংস্থাটি।
ছবি: রয়টার্স

যাদের অ্যালার্জি আছে তাদের জন্য ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন না নেওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ। গতকাল দেশটিতে করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ার পর দুজনের বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় এ পরামর্শ দিয়েছে সংস্থাটি।

আজ বুধবার রয়টার্স জানায়, প্রবীণ ব্যক্তি ও প্রথম সারির স্বাস্থ্য কর্মীদের ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে গতকাল ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়। তবে, ভ্যাকসিন নেওয়ার পর ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) দুই কর্মীর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এনএইচএসের মেডিকেল ডিরেক্টর স্টিফেন পাওইস বলেন, ‘এনএইচএস এর দুই কর্মীর ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। এরপর, মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) পরামর্শ দিয়েছে যে, যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে, তারা যেন এই টিকা গ্রহণ না করেন।’

তবে, ওই দুজনই সুস্থ হয়ে উঠছেন বলে জানান তিনি।

এ বিষয়ে এমএইচআরএ একটি নির্দেশনাও জারি করেছে। এমএইচআরএ ফাইজার-বায়োএনটেকের কাছে আরও তথ্য চাইবে বলে জানিয়েছে এবং ফাইজার-বায়োএনটেকও এমএইচআরএ’র পরামর্শকে সমর্থন জানিয়েছে।

ফাইজার অবশ্য জানিয়েছে, তাদের শেষ ধাপের ট্রায়ালে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের মধ্যে অ্যালার্জি আছে এমন কেউ ছিলেন না।

Comments

The Daily Star  | English

LPG tanker in Chattogram still burning after 13 hours

9-member probe body formed by Chittagong Port Authority

4h ago