নেইমারের হ্যাটট্রিকে বাসাকসেহিরকে উড়িয়ে দিল পিএসজি

ম্যাচটি মাঠে গড়ানো নিয়েই শঙ্কা ছিল। চতুর্থ অফিশিয়ালের বিপক্ষে বর্ণবাদের অভিযোগে মঙ্গলবার ম্যাচের মাঝ পথ থেকেই উঠে গিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও ইস্তামবুল বাসাকসেহির। তবে ফের মাঠে নেমেই নিজের ঝলক দেখালেন নেইমার। দারুণ এক হ্যাটট্রিকে দলের বড় জয় নিশ্চিত করেন। জোড়া গোল পেয়েছেন দলের আরেক সেরা তারকা কিলিয়ান এমবাপেও।
ছবি: রয়টার্স

ম্যাচটি মাঠে গড়ানো নিয়েই শঙ্কা ছিল। চতুর্থ অফিশিয়ালের বিপক্ষে বর্ণবাদের অভিযোগে মঙ্গলবার ম্যাচের মাঝ পথ থেকেই উঠে গিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও ইস্তামবুল বাসাকসেহির। তবে ফের মাঠে নেমেই নিজের ঝলক দেখালেন নেইমার। দারুণ এক হ্যাটট্রিকে দলের বড় জয় নিশ্চিত করেন। জোড়া গোল পেয়েছেন দলের আরেক সেরা তারকা কিলিয়ান এমবাপেও।

বুধবার পার্ক দিস প্রিন্সে বাসাকসেহিরকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। ফলে গ্রুপের সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

দ্বিতীয় রাউন্ড জেনেই এদিন মাঠে নামে পিএসজি। আগের দিন আরবি লাইপজিগের কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের হারে নকআউট পর্ব নিশ্চিত হয়ে যায়। এদিন ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার। ম্যাচ জিতে তাও আদায় করে নিয়েছে ফরাসি ক্লাবটি।

ম্যাচ শুরুর আগে হাঁটু গেড়ে বসে এক হাত উপরে তুলে বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানান দুই দলের খেলোয়াড়রা। আগের দিন চতুর্থ  অফিসিয়ালের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে এই ম্যাচ পরিচালনা করেন নতুন অফিসিয়ালরা। ১৮তম মিনিটে স্থগিত হওয়া ম্যাচ শুরু হয় সেখান থেকেই।

ম্যাচের ২১তম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। মার্কো ভেরাত্তির পাস থেকে এক খেলোয়াড়কে কাটিয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান নেইমার। ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।  পাল্টা আক্রমণ থেকে এমবাপের পাসে ফাঁকায় বল পেয়ে যান নেইমারকে। গোলরক্ষককে একা পেয়ে লক্ষ্যভেদ করতে কোন ভুল হয়নি তার। অবশ্য গোলরক্ষক ফাহমি গুনকের পায়ে লেগেছিল গতি কমে গিয়েছিল বলের। তবে শেষ রক্ষা হয়নি।

পরের মিনিটে হয় নাটকীয় এক কাণ্ড। ডি-বক্সের ফাঁকায় বল পেয়েছিলেন নেইমার। বল ধরতে ঝাঁপিয়ে পড়েন গোলরক্ষক গুনক। ফলে তার গায়ে লেগে পড়ে যান এ ব্রাজিলিয়ান। ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভেদ করেন মিচেল বাকার। কিন্তু ভিএআরে বাতিল হয় গোল। কিন্তু অফসাইডে ছিলেন বাকার। কিন্তু নেইমারকে গোলরক্ষক ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে ব্যবধান বাড়ান এমবাপে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। বদলি নামা আনহেল দি মারিয়ার সঙ্গে দেওয়া নেওয়া করে দূরপাল্লার জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার তৃতীয় হ্যাটট্রিক। তার চেয়ে বেশি হ্যাটট্রিক আছে কেবল লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর। দুইজন আটটি করে হ্যাটট্রিক করেছেন এ আসরে।

৫৭তম মিনিটে ব্যবধান কমায় বাসাকসেহির। কর্নার থেকে বল পেয়ে ইরফান হাকভেচির জোরালো শট মোহামেত টোপালের গায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়। তবে পাঁচ মিনিট পর  ফের ব্যবধান বাড়ায় পিএসজি। দি মারিয়ার পাস থেকে ফাঁকায় বল পেয়ে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন এমবাপে।

১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে পিএসজি। সমান ১২ পয়েন্ট লাইপজিগেরও। মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। আগের দিন তাদের বিপক্ষে ৩-২ গোলে হেরে ইউনাইটেড খেলবে ইউরোপা লিগে। বাসাকসেহির আগেই বিদায় নিয়েছে আসর থেকে।

Comments

The Daily Star  | English

Army given magistracy power

The government last night gave magistracy power to commissioned army officers with immediate effect for 60 days in order to improve law and order.

5h ago