‘দুর্ঘটনায় নিহত’, রাতভর মরদেহ পিষে গেল গাড়ি
নওগাঁর মান্দা উপজেলায় অজ্ঞাতপরিচয় একজনের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার সকালে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকালে স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার সতীহাট চেয়ারম্যানের মোড়ে নওগাঁ-রাজশাহী মহাসড়ক থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।’
‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাত ১২টা থেকে ১টার মধ্যে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়। সারারাত বিভিন্ন যানবাহন মরদেহ পিষে চলে গেছে। রাস্তায় মিশে থাকা চুল ও লুঙ্গি দেখে ধারণা করা হচ্ছে তিনি পুরুষ। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে’— বলেন শাহিনুর রহমান।
Comments