হঠাৎ চলে গেলেন ট্রাম্প!

সাংবাদিকদের প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের ‘মেডেল অব ফ্রিডম’ অনুষ্ঠান শেষ না করেই অনুষ্ঠানস্থল ছেড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল বুধবার ব্রিটেনের সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট-এ বলা হয়েছে, গত সোমবারের অনুষ্ঠানের ভিডিও ফুটেজে দেখা গেছে, ওভাল অফিসে আয়োজিত ‘মেডেল অব ফ্রিডম’ অনুষ্ঠানে সাবেক রেসলার ও কোচ ড্যান গ্যাবলের হাতে মেডেল তুলে দেওয়ার পরপরই ট্রাম্প দরজার দিকে হেঁটে যাচ্ছেন।
এমন পরিস্থিতিতে মেডেল নেওয়ার পর কী করতে হবে তা বুঝতে না পেরে ব্রিবত হন সর্বকালের অন্যতম সেরা রেসলার হিসেবে সম্মানিত ড্যান গ্যাবল।
প্রেসিডেন্টের আচমকা চলে যাওয়া দেখে দীর্ঘশ্বাস ফেলে ড্যান বলছেন, ‘তিনি (ট্রাম্প) চলে গেছেন!’
ভিডিওতে আরও দেখা গেছে, ট্রাম্প যখন দরজার দিকে এগিয়ে যাচ্ছেন তখন এক সাংবাদিককে প্রশ্ন করতে শোনা যায়, ‘মি. প্রেসিডেন্ট আপনাকে কি জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান নিয়ে আরেকটি প্রশ্ন করতে পারি?’
এ কথা শুনে ট্রাম্প কঠিন চেহারা নিয়ে প্রশ্নকর্তার দিকে ফিরে তাকান এবং বলেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ’। তিনি তখন সাংবাদিকের প্রশ্নের জবাব এড়িয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
সাধারণত অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রেসিডেন্ট মেডেলপ্রাপ্তদের সঙ্গে কিছু সময় কাটান এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
গত সোমবার বিকেলে অনুষ্ঠানের শুরুতে ট্রাম্পকে বেশ খোশমেজাজেই দেখা গিয়েছিল। তিনি সবার সঙ্গে কথা বলছিলেন, ঠাট্টা-রসিকতাও করেছিলেন।
কিন্তু, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের শপথ অনুষ্ঠান নিয়ে তাকে বারবার প্রশ্ন করতে থাকেন সাংবাদিকরা।
এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বিরক্ত হয়ে অনুষ্ঠানস্থল ছাড়েন ট্রাম্প।
প্রাথমিক গণনায় পপুলার ও ইলেকটোরাল কলেজ— উভয় ভোটেই পরাজিত হলেও নির্বাচনে ‘কারচুপির’ অভিযোগ করে বারবার নিজেকে জয়ী বলে ঘোষণা দিচ্ছেন ট্রাম্প।
আগামী ২০ জানুয়ারি বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে ট্রাম্প অংশ নেবেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
Comments