হেফাজত নেতা মামুনুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেননি আদালত
হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করতে গেলে আবেদন গ্রহণ করেননি ঢাকার একটি ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মশিউর মালেক আবেদন জমা দেওয়ার পর ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ শামস জগলুল হোসেন আবেদনটি গ্রহণ করেননি।
আবেদন প্রত্যাখ্যান করার সময় বিচারক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের এ জাতীয় অপরাধের জন্য পুলিশ এ ধরনের মামলা বা আবেদন করতে পারে।
পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম দ্য ডেইলি স্টারকে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে অনুযায়ী কারো বিরুদ্ধে পুলিশ এ ধরনের মামলা করতে পারে। তাই ট্রাইব্যুনাল তার আবেদন গ্রহণ করন করেননি।
গত ১৩ নভেম্বর রাজধানীর তোপখানা রোড এলাকার বিএমএ মিলনায়তনে মামুনুল হক ‘রাষ্ট্রদ্রোহী বক্তব্য’ দেওয়ার অভিযোগে এই মামলার আবেদন করা হয়েছিল।
৭ ডিসেম্বর রাতে মামুনুল হক তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি লাইভে মুক্তিযোদ্ধা মঞ্চকে একটি ‘চরমপন্থি সংগঠন’ আখ্যা দিয়ে বলেন, তিনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কখনও অসম্মানজনক মন্তব্য করেননি।
Comments