করোনাভাইরাস

২৪ ঘণ্টায় আরও ৩৭ মৃত্যু, শনাক্ত ১৮৬১, পরীক্ষা ১৬২৬৫

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। ফলে, মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৯৬৭ জনে।
Corona BD.jpg
প্রতীকী ছবি। সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। ফলে, মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৯৬৭ জনে।

একই সময়ে অ্যান্টিজেন টেস্টসহ ১৬ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৮৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা হলো চার লাখ ৮৫ হাজার ৯৬৫ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৮ জন পুরুষ নয় জন নারী। নতুন করে সুস্থ হয়েছেন আরও চার হাজার ৪৮৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ১০ হাজার ৪৫২ জন। এ পর্যন্ত মোট ২৯ লাখ ২৭ হাজার ৯২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার সংখ্যা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৪৪ শতাংশ এবং এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago