বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল আলম শহীদ মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা, সাবেক সচিব ও রাষ্ট্রদূত আনোয়ার উল আলম শহীদ আজ বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল আলম শহীদ। ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা, সাবেক সচিব ও রাষ্ট্রদূত আনোয়ার উল আলম শহীদ আজ বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

আনোয়ার উল আলম শহীদের মৃত্যু সংবাদ নিশ্চিত করে তার ভাতিজা সজল আহম্মেদ দ্য ডেইলি স্টারকে জানান দীর্ঘদিন যাবত নানা জটিল রোগে ভুগছিলেন আনোয়ার উল আলম। গত ১ নভেম্বর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি হাসপাতালেই নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

তিনি জানান, আগামীকাল শুক্রবার বাদ জুমা বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মুক্তিযুদ্ধকালীন টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান আনোয়ার উল আলম শহীদ, সেক্টর কমান্ডার্স ফোরামের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি টাঙ্গাইলের শহীদ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা। স্বাধীনতার পর গঠিত রক্ষীবাহিনীতে তিনি লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদায় উপপরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ বাহিনী বিলুপ্ত করে বাংলাদেশ সেনাবাহিনীতে আত্তীকরণ করা হলে তিনি সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পুনর্নিয়োগ পান। পরবর্তীতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং বিদেশে বাংলাদেশ মিশন ও দূতাবাসে

কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন।

আনোয়ার উল আলম শহীদ ১৯৪৭ সালে টাঙ্গাইলের কালিহাতী উপজলার বাংড়া ইউনিয়নের ইছাপুর গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতা মৌলভী আব্দুর রহীম এবং মাতার নাম বেগম ঈদ উন নেছা।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago