নারায়ণগঞ্জে নিখোঁজের ৯ দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় নিখোঁজ হওয়ার নয় দিন পর জিসান শেখ নামে সাত বছরের এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার মরিচটেক এলাকায় একটি রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জিসান শেখ একই এলাকার ইলিয়াস শেখের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক স্কুলে শিশু শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিআর স্পিনিং মিলের বাবুর্চি খালেদা তার রান্নাঘরে দুপুরের রান্না করার সময় দুর্গন্ধ পায়। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বস্তার ভেতরে শিশুর মরদেহ পায়। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।’
তিনি বলেন, ‘১ ডিসেম্বর দুপুরে ঘরের সামনে খেলার সময় নিখোঁজ হয় জিসান। ঘটনার একদিন পর জিসানের বাবা থানায় জিডি করেন। আজকে দুপুরে তার ঘরের পাশে খালেদার রান্না ঘর থেকে জিসানের লাশ উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘বস্তার মুখ খোলা ছিল। কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কয়েক দিন আগে মৃত্যু হওয়ায় দেহে পচন ধরে গেছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ বলা যাবে। তবে মাত্র ১০ থেকে ১৫ হাত দূরে বসবাস করলেও খালেদা ও জিসানের বাবা বলছে এর আগে কেউ দুর্গন্ধ পায়নি। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন।’
নিহত জিসানের বাবা ইলিয়াস শেখ সাংবাদিকদের বলেন, ‘আমি বিআর স্পিনিং মিলে মালির কাজ করি। কোম্পানির জায়গায় আমরা কয়েকজন ঘর তুলে বসবাস করি। করো সঙ্গে আমার শত্রুতা নাই। ওইদিন দুপুরে বাড়ির সামনে ছেলেটা খেলছিল। খাওয়ার সময় খোঁজ করে জিসানকে আর পাওয়া যায়নি।’
Comments