অভিনেত্রী অপর্ণা ঘোষের বিয়ে

Aparna Ghosh
অভিনেত্রী অপর্ণা ঘোষ ও স্বামী আইটি ইঞ্জিনিয়ার সত্রাজিৎ দত্ত। ছবি: সংগৃহীত

হয়ে গেল জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী অপর্ণা ঘোষের বিয়ে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে অভিনেত্রীর চট্টগ্রামের আগ্রাবাদের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

পাত্র নাম সত্রাজিৎ দত্ত পেশায় আইটি ইঞ্জিনিয়ার। জাপানে কর্মরত রয়েছেন তিনি। জমকালো বিয়ের আনুষ্ঠানিকতায় বর-কনের পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

আজ শুক্রবার সকালে অপর্ণা ঘোষ দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘জীবনের নতুন এই অধ্যায়ের জন্য সবার ভালোবাসা, আশীর্বাদ আশা করছি। সবকিছু জলদি হয়ে গেল।’

Aparna Ghosh
বিয়ের সাজে অভিনেত্রী অপর্ণা ঘোষ। ছবি: সংগৃহীত

অভিনেত্রী অপর্ণা ঘোষ নিয়মিত অভিনয় করছেন নাটক-চলচ্চিত্রে। তার অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে ‘মৃত্তিকা মায়া’, ‘সুতপার ঠিকানা’, ‘ভুবনমাঝি’, ‘মেঘমল্লার’ ও ‘গণ্ডি’।

সর্বশেষ সরকারি অনুদানে নির্মিত ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ সিনেমার জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অপর্ণা ঘোষ।

Comments

The Daily Star  | English

'Most of them had lost parts of their skulls'

167 admitted to National Institute of Neurosciences & Hospital during July uprising, doctor tells ICT-1

1h ago