৫ তলা থেকে ‘কাপড় বেয়ে নামতে গিয়ে’ পড়ে গৃহকর্মীর মৃত্যু
রাজধানীর বিমানবন্দর থানাধীন এক নম্বর সেক্টরের একটি বাসা থেকে ইয়াসমিন আক্তার (১৪) নামে এক গৃহকর্মী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— পাঁচ তলা ভবন থেকে কাপড় বেয়ে নামতে গিয়ে পড়ে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, ‘আজ রাত ১টার দিকে এক নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ইয়াসমিনের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়। তার বাবার নাম আব্দুল জলিল। চার বছর ধরে ইয়াসমিন ডা. ইকবালের বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল। কী কারণে সে পালানোর চেষ্টা করছিল তা জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’
Comments