চীনে ব্লুমবার্গ নিউজের স্থানীয় এক কর্মী আটক
জাতীয় নিরাপত্তা বিপন্নের অভিযোগে বেইজিংয়ের ব্লুমবার্গ নিউজ ব্যুরোর স্থানীয় এক কর্মীকে আটক করেছে চীনা কর্তৃপক্ষ।
আজ শুক্রবার ব্লুমবার্গের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, গত সোমবার সাদা পোশাক পরিহিত নিরাপত্তাকর্মীদের হাজে ফ্যানকে তার অ্যাপার্টমেন্ট থেকে বের করে নিয়ে যেতে দেখা গেছে।
ব্লুমবার্গ তার প্রতিবেদনে চীনা কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেছে, ‘চীনা নাগরিক মিসেস ফ্যানকে জাতীয় নিরাপত্তা বিপন্নে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহ চীনা আইন অনুসারে বেইজিং নিরাপত্তা ব্যুরো আটক করেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। মিসেস ফ্যানের বৈধ অধিকার পুরোপুরি নিশ্চিত করা হয়েছে এবং তার পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে।’
তবে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চাওয়া হলেও তারা তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
নিউইয়র্কভিত্তিক ব্লুমবার্গের এক মুখপাত্র রয়টার্সকে ইমেইলে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমরা তার জন্য অত্যন্ত উদ্বিগ্ন, এবং পরিস্থিতি আরও ভালভাবে বুঝতে চীনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছি। আমরা তার সমর্থনে সবকিছু করে যাচ্ছি।’
ফ্যান ব্লুমবার্গের হয়ে ২০১৭ সাল থেকে কাজ করছেন। এর আগে তিনি সিএনবিসি, সিবিএস নিউজ, আল জাজিরা এবং রয়টার্সের হয়ে কাজ করেছেন।
Comments