উন্নয়নশীল দেশের করোনা ভ্যাকসিনের জন্য এডিবির ৯০০ কোটি ডলার
এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর জন্য করোনা ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণের জন্য ৯০০ কোটি ডলার দেওয়ার উদ্যোগ নিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ শুক্রবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৯০০ কোটি ডলারের তহবিলের বিষয়টি জানানো হয়।
এশিয়া প্যাসিফিক ভ্যাকসিন অ্যাক্সেস ফ্যাসিলিটির (এপিভিএএক্স) আওতায় এ অর্থ ব্যবহার হবে বলে এডিবি জানিয়েছে।
এডিবি প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, ‘এডিবির উন্নয়নশীল সদস্য দেশগুলো তাদের জনগণের জন্য করোনা ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নিরাপত্তার সঙ্গে সুষ্ঠুভাবে ও দক্ষতার সঙ্গে এই ভ্যাকসিন কার্যক্রম পরিচালনার জন্য তাদের অর্থের প্রয়োজন।’
এ অঞ্চলের উন্নয়নশীল দেশগুলো এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে, মহামারিটি কাটিয়ে উঠতে এবং অর্থনীতি পুনরুদ্ধারে এপিভিএএক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
এশীয়-প্রশান্ত মহাসাগর অঞ্চলে এক কোটি ৪৩ লাখ লোক এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রায় দুই লাখের মতো লোক এতে মারা গেছেন। ২০২০ সালে উন্নয়নশীল এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্য দশমিক চার শতাংশ হ্রাস পাবে বলে এডিবির ধারণা।
এ অবস্থায় নিরাপদ ও সুষ্ঠু ভ্যাকসিন কার্যক্রমকে অগ্রাধিকার দিচ্ছে এডিবি। এপিভিএএক্স উদ্যোগে র্যাপিড রেসপন্স কম্পোনেন্ট ও প্রজেক্ট ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট, এই দুই খাতে ওই অর্থ ব্যবহার হবে।
র্যাপিড রেসপন্স কম্পোনেন্টের আওতায় সময়মতো ভ্যাকসিন পর্যবেক্ষণ, সংগ্রহ ও পরিবহনে সহায়তা করা হবে। আর প্রজেক্ট ইনভেস্টমেন্ট কম্পোনেন্টের আওতায় ভ্যাকসিন বিতরণ এবং এর জন্য প্রশাসনিক সক্ষমতা, নজরদারি বাড়ানো হবে।
এর আগে, বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনা ভ্যাকসিনের সুষ্ঠু বিতরণ বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দুই দিনব্যাপী এক ভার্চুয়াল সভা শেষ হয় আজ। সভায় ভ্যাকসিনের সুষ্ঠু বিতরণ নিয়ে উদ্বেগের পাশাপাশি এ অঞ্চলে কোভিড-১৯ ভ্যাকসিনের জরুরি ব্যবহারের জন্য প্রয়োজনীয় কার্যবিধি এবং ভ্যাকসিনের সুষ্ঠু ব্যবস্থাপনা প্রক্রিয়া ও সময়োপযোগিতা নিয়ে আলোচনা হয়।
Comments