অক্সফোর্ড ও স্পুটনিক ভ্যাকসিনের সংমিশ্রণে ট্রায়াল রাশিয়ায়

কোভিড-১৯ প্রতিরোধ ব্যবস্থা আরও উন্নত করতে ব্রিটিশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও রাশিয়ান স্পুটনিক ফাইভ করোনা ভ্যাকসিনের সংমিশ্রণ করে ট্রায়াল চালানো হবে রাশিয়ায়। এজন্য ব্রিটিশ ও রাশিয়ান বিজ্ঞানীরা যৌথভাবে কাজ করছেন বলে আজ শুক্রবার বিবিসি জানিয়েছে।
বিজ্ঞানীদের ধারণা, দুটি কাছাকাছি মানের ভ্যাকসিন মিশ্রিত করে ব্যবহার করলে শরীরে আরও ভাল প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে পারে।
বিবিসি জানায়, রাশিয়ায় ১৮ বছরের বেশি বয়স্কদের মধ্যে এই দুই ভ্যাকসিনের সংমিশ্রণের ট্রায়াল চালানো হবে। তবে, ট্রায়ালে কতজন অংশ নেবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অক্সফোর্ড সম্প্রতি তাদের ভ্যাকসিনের ট্রায়ালের প্রতিবেদনে একে নিরাপদ ও কার্যকর বলে উল্লেখ করেছে। তবে, যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ’র অনুমোদনের আগে বিশেষজ্ঞরা প্রবীণদের ওপর এর কার্যকারিতার তথ্য সংগ্রহ করছেন।
অ্যাস্ট্রাজেনেকা এর আগে জানিয়েছিল, তারা বিভিন্ন অ্যাডিনোভাইরাস ভ্যাকসিনের সংমিশ্রণ নিয়ে গবেষণা করছে। মিশ্রণ ভাইরাস প্রতিরোধে আরও কার্যকরী হতে পারে কিনা, এ ভাবনা থেকেই অক্সফোর্ড ও স্পুটনিক ভ্যাকসিনের সংমিশ্রণের চিন্তা।
দুটি ভ্যাকসিনই শরীরে কাজ করার জন্য ক্ষতি করে না এমন ভাইরাস ব্যবহার করে। অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথভাবে অক্সফোর্ড ভ্যাকসিন এবং মস্কোর গ্যামালিয়া গবেষণা ইনস্টিটিউটের রাশিয়ান স্পুটনিক ভ্যাকসিন অনেকটা কাছাকাছি। উভয় ভ্যাকসিনেই সার্স-কোভ-২ স্পাইক প্রোটিনের জিনগত উপাদান আছে।
Comments