ভোটের ফল আটকানোর সর্বশেষ চেষ্টায়ও ব্যর্থ ট্রাম্প

যুক্তরাষ্ট্রের চারটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের নির্বাচনের ফল পাল্টে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে করা আবেদন খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।
Donald Trump-11.jpg
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের চারটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের নির্বাচনের ফল পাল্টে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে করা আবেদন খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। 

বিবিসি জানায়, টেক্সাসে দায়ের করা ওই মামলায় জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনের ফলাফল বাতিলের জন্য আবেদন জানানো হয়েছিল। ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন এই চারটি রাজ্যেই জিতেছেন। মামলাটি ১৮টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ও কংগ্রেসের ১০৬ জন রিপাবলিকান সদস্য সমর্থন করেছিলেন।

গতকাল শুক্রবার মামলাটি খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। আদালত জানান, টেক্সাসের এই মামলাটি দায়ের করার কোনো আইনি এখতিয়ার নেই।

ট্রাম্প শুরু থেকেই কোনো প্রমাণ ছাড়া দাবি করে আসছেন যে, নভেম্বরের নির্বাচনের চূড়ান্ত ফলাফল সুপ্রিম কোর্ট থেকেই আসবে।

এর আগে চলতি সপ্তাহে পেনসিলভানিয়াতে বাইডেনের জয়ের বিরুদ্ধে দায়ের করা আরেকটি মামলা খারিজ করেছেন আদালত।

মার্কিন নির্বাচনের ফল অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট ৩০৬টি ভোট পেয়ে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট।

নির্বাচনে পপুলার ও ইলেকটোরাল কলেজ— উভয় ভোটেই পরাজিত হওয়া সত্ত্বেও নির্বাচনে জালিয়াতি অভিযোগ করে বারবার নিজেকে জয়ী বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে ট্রাম্প অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন:

চার ব্যাটেলগ্রাউন্ড স্টেটে ভোট বাতিলে সুপ্রিম কোর্টে ট্রাম্পের আবেদন

আইনি লড়াইয়ে আগ্রহ নেই, বাড়ি ফিরতে চান মেলানিয়া

হঠাৎ চলে গেলেন ট্রাম্প!

আর কতবার পরাজিত হলে ট্রাম্প বুঝবেন যে পরাজিত হয়েছেন

বাইডেন না ট্রাম্প জিতল কে, নীরব ৮৮% রিপাবলিকান হাউস-সিনেট সদস্য

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago