আরিফিন শুভ করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। গতকাল তার পজিটিভ রিপোর্ট এসেছে। আপাতত বাসাতেই আছেন এই অভিনেতা।
আজ শনিবার দুপুরে এক খুদে বার্তায় দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম আরিফিন শুভ নিজেই এক ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন।
সেখানে তিনি বলেন, ‘দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে ফাইনালি হয়েই গেল। গতকাল রাতে আমার করোনার রিপোর্ট এসেছে। সেটা পজিটিভ।’
‘আমি অফিসিয়ালি জানাচ্ছি যে, একদমই ঠিক আছি। গন্ধ পাচ্ছি না খাবারে। তবে বাকি সব ঠিক আছে। খুব একটা প্রবলেম হচ্ছে না। আমি ফুললি আমার বাড়িতে রেস্টে আছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরব। চিকিৎসক বলে দিয়েছেন যে, আমি দ্রুতই সুস্থ হয়ে উঠব।’
আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ আপাতত করোনার কারণে আটকে রয়েছে। এই সিনেমায় শুভকে দেখা যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে।
Comments