পাবনায় মন্দিরের প্রতিমা ভাঙচুর ও স্বর্ণালংকার চুরি

পাবনার সুজানগর উপজেলার আহমেদপুর ইউনিয়নের দুর্গম গ্রামে একটি কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর করে প্রতিমায় থাকা স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে মন্দির কমিটির সদস্যরা। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে শুক্রবার রাতে মামলা দায়ের করেছে মন্দির কমিটি।
স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনার সুজানগর উপজেলার আহমেদপুর ইউনিয়নের দুর্গম গ্রামে একটি কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর করে প্রতিমায় থাকা স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে মন্দির কমিটির সদস্যরা। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে শুক্রবার রাতে মামলা দায়ের করেছে মন্দির কমিটি।

বিষয়টি নিশ্চিত করে সুজানগর সার্কেলের আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উপজেলার আহমেদপুরের বারোয়ারি কালি মন্দিরের তিনটি প্রতিমা কে বা কারা ভেঙে ফেলেছে। দুর্বৃত্তরা সেসময় প্রতিমার গায়ে থাকা কিছু স্বর্ণালংকারও নিয়ে গেছে। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি দিলিপ চন্দ্র সূত্রধর আমিনপুর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।’

‘পুলিশ ঘটনাটি তদন্ত করছে। প্রাথমিকভাবে এটিকে চুরির ঘটনা বলে মনে হলেও পুলিশ বিভিন্ন দিক মাথায় নিয়ে তদন্ত করছে। আশা করছি দ্রুতই এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পারব’, বলেন পুলিশের এই কর্মকর্তা।

সুজানগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবোধ কুমার জানান, শুক্রবার সকালে মন্দিরের লোকজন মন্দিরে যেয়ে দেখতে পায় কালিসহ অন্যান্য প্রতিমা ভাঙচুর করে প্রতিমায় থাকা স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। বিষয়টি জানার পর পুলিশকে খবর দেওয়া হয়।

এই ঘটনাকে ন্যক্কারজনক হিসেবে উল্লেখ করে দোষীদের খুঁজে এনে শাস্তির আওতায় আনার দাবি জানান সুবোধ কুমার।

মন্দিরের প্রতিমা ভাঙচুরের খবর জানার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হিন্দু সম্প্রদায়ের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh

Six die of dengue in a day

At least six dengue patients have died in the past 24 hours till this morning, marking the highest number of single-day dengue deaths recorded this year

20m ago