কক্সবাজারে বালু পাচারকালে পাহাড় ধসে নিহত ১

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারে রাতের আধারে পাহাড় কেটে বালু পাচারের সময় পাহাড় ধসে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রহমত উল্লাহ (২৫) তেতৈয়া গ্রামের মো. আলতাজের ছেলে।

খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘একটি প্রভাবশালী মহল খুরুশকুল ইউনিয়নের এক সময়ের সমৃদ্ধ পাহাড় কেটে বিরানভুমিতে পরিণত করেছে। বন বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরের ভূমিকায় এলাকাবাসী হতাশ।’

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ আজ সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

Comments