করোনায় আক্রান্ত জামাল ভূঁইয়া
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। কাতারে অবস্থান করা জামালের করোনা আক্রান্তের কথা নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে কাতার যান জামাল। জাতীয় দলের বাকি ফুটবলাররা দেশে ফিরে এলেও তিনি সেখানেই থেকে যান আরও কদিন।
দ্য ডেইলি স্টারকে সোহাগ জানান, ৫ ডিসেম্বর বাকি ফুটবলাররা দেশে ফেরার সময় তার শরীরে একটু জ্বর ছিল। পরে কোভিড-১৯ পরীক্ষা করিয়ে ফল পজিটিভ আসে। কাতার ফুটবল অ্যাসোসিয়েশন জামালের অবস্থা সার্বক্ষণিক দেখভাল করছে। দোহার একটি হোটেলে জামালকে আইসোলেশনে রাখা হয়েছে।
কাতার থেকেই সরাসরি ভারতে কলকাতা মোহামেডানের হয়ে আই-লিগ খেলতে যাওয়ার কথা ছিল জামালের। তবে করোনা আক্রান্ত হওয়ায় আপাতত দোহায় তাকে থাকতে হচ্ছে আইসোলেশনে।
প্রসঙ্গত, বাছাইপর্বের ম্যাচ খেলতে কাতার যাওয়ার পর দু’একবার সুরক্ষা বলয়ের বাইরে আসতে দেখা গেছে তাকে। একটি গণমাধ্যমে বেশ কাছাকাছি থেকে সাক্ষাতকার দিয়েছিলেন তিনি।
Comments