বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামে ১০০ বিচারকের সমাবেশ
‘জাতির পিতার সম্মান, রাখবো আমরা অম্লান’ স্লোগান নিয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন, চট্টগ্রাম জেলা কমিটির ব্যানারে মানববন্ধন করেছেন চট্টগ্রামের বিচারকরা। এই মানববন্ধনে একশ বিচারক অংশ নেন।
আজ শনিবার সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইন সংলগ্ন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সামনের সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করেন তারা।
মানবন্ধনে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন বলেন, ‘যে বিচারকেরা শুধু বিচার করে না, তারা প্রতিবাদ মিছিলেও অংশ নিতে জানে।’
তিনি আরও বলেন, ‘বিচারকরা একই সঙ্গে বিচারক, তারা বিচার করবে এবং একই সঙ্গে দেশের নাগরিক। নাগরিক হিসেবে বিচারকের একটি দায়িত্ব আছে এই প্রতিবাদ মিছিলে শামিল হওয়ার।’
ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, ‘চট্টগ্রামের একশ বিচারক আজকের এই প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছে। তারা দেশ এবং জাতিকে জানাতে চাচ্ছে, বিচারকেরা শুধু বিচার করে না, তারা প্রতিবাদ মিছিলেও অংশ নিতে জানে। জাতির জনকের প্রশ্নে কোনো আপোস নেই।’
এই কর্মসূচিতে চট্টগ্রাম জেলা, মহানগর ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ বিভিন্ন আদালতের বিচারকরা অংশ নেন।
এ ছাড়া নগরীর শিল্পকলায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। সমাবেশে বক্তারা বলেন, এই ধরনের কাজের সঙ্গে যারা জড়িত তারা দেশের আপামর জনসাধারণ বিরোধী।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন প্রমুখ।
Comments