কুড়িগ্রামে পাঁচ ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা
কুড়িগ্রামের রাজীবপুরে অবৈধভাবে গড়ে তোলা পাঁচটি ইট ভাটায় অভিযান চালিয়ে ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান অভিযান পরিচালনা করেন।
এসময় এডিবি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা, এমএবি ইটভাটাকে ৫ লাখ টাকা, নাম্বার ওয়ান ইটভাটাকে ৪ লাখ টাকা, এএইচবি ইট ভাটাকে ৩ লাখ টাকা, এবং ট্রিপল সেভেন ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্স না থাকা, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি এনে ইট তৈরি ও কৃষি জমিতে অবৈধভাবে ভাটা করে ইট পোড়ানোর কারণে পাঁচটি ইটভাটাকে ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটা মালিকরা আদালতের কাছে জরিমানার টাকা জমা দিয়েছেন।
এসব অবৈধ ইটভাটা বন্ধ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের সতর্ক করা হয়েছে এবং জরিমানাও করা হয়েছে। তারপরও যদি ইটভাটার নিবন্ধন না করে পরবর্তীতে অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হবে।
রংপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক কাজী সাইফুদ্দিন জানান, অনুমোদনহীন এসব ইটভাটাগুলো গড়ে উঠেছে কৃষি জমির উপর। অবৈধভাবে পরিচালিত এসব ইটভাটার নেই কোন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। পরিবেশ আইন না মেনে এসব ইটভাটা গড়ে উঠায় এগুলোর কোন অনুমোদন দেওয়া যাচ্ছে না বলে তিনি জানান। পরিবেশ আইন মেনে এসব ইটভাটা পরিচালনা করলে পরবর্তীতে পরিদর্শন করে অনুমোদন বিবেচনা করা হবে।
Comments