করোনাভাইরাস: জাপান ও দ. কোরিয়ায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত

জাপান ও দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশ দুটির আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
জাপানের গণমাধ্যম এনএইচকের বরাত দিয়ে আজ শনিবার রয়টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় জাপানে তিন হাজার ৪১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। জাপানের রাজধানী টোকিওতে আক্রান্ত হয়েছেন ৬২১ জন।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মতো ভয়াবহ প্রাদুর্ভাব না থাকলেও, এই শীতে জাপানে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। এ পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়ে দুই হাজার ৫৮৮ জন মারা গেছেন।
এ দিকে, শনিবার দক্ষিণ কোরিয়ায় একদিনে রেকর্ড সংখ্যক ৯৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে রয়টার্স জানিয়েছে। এর আগে, গত ফেব্রুয়ারিতে দেশটিতে সর্বোচ্চ ৯০৯ জনের আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল।
কোরিয়ান রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৫০ জনের মধ্যে ৯২৮ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে এবং ২২ জন দেশের বাইরে থেকে এসেছেন। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৭৩৬ জন ও মারা গেছেন ৫৭৮ জন।
করোনাভাইরাসের তৃতীয় ঢেউ ঠেকাতে দেশটির প্রেসিডেন্ট মুন জা-ইন একে 'জরুরি অবস্থা' বলে অভিহিত করেছেন।
Comments