কৃষক বিদ্রোহ: ১৪ ডিসেম্বর অনশন

বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের বিদ্রোহ। রয়টার্স ফাইল ছবি

ভারতে বিতর্কিত তিন কৃষি আইনের বিরুদ্ধে চলমান কৃষক বিদ্রোহ প্রতিদিনই তীব্র হচ্ছে। আন্দোলন আরও কঠোর করতে আগামী ১৪ ডিসেম্বর দিল্লির সিঙ্গু সীমান্তে অনশনে বসবেন কৃষক নেতারা।

আজ শনিবার সংবাদ সংস্থা পিটিআই একটি ইউনিয়নের নেতাকে উদ্ধৃত করে বিষয়টি জানিয়েছে।

তিনটি আইন পুরোপুরি প্রত্যাহারের দাবিতে ওই কৃষক নেতা কমল প্রীত সিং পান্নু বলেন, ‘সরকার যদি আলোচনা করতে চায় আমরা প্রস্তুত। তবে, আমরা প্রথমেই তিনটি আইন বাতিলের বিষয়ে আলোচনা করব।’

কৃষক নেতা কমল প্রীত সিং পান্নু আরও বলেন, ’১৪ ডিসেম্বর সব কৃষক নেতারা সিঙ্গু সীমান্তের একই মঞ্চে বসবেন। আমরা চাই সরকার তিনটি আইন প্রত্যাহার করুক। আমরা সংশোধনীর পক্ষে নই।’

তিনি বলেন, ‘কেন্দ্র আমাদের আন্দোলন ব্যর্থ করতে চায়, তবে আমরা তা হতে দেব না। কৃষকরা বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে ‘শান্তিপূর্ণ’ আন্দোলন চালিয়ে যাবে।

কৃষকরা রোববার একটি ট্রাক্টর মিছিল বের করারও ঘোষণা দিয়েছেন। তিনি জানান, মিছিলটি আগামীকাল সকাল ১১টায় রাজস্থানের শাহজাহানপুর থেকে শুরু হবে এবং জয়পুর-দিল্লি প্রধান সড়ক অবরোধ করবে।

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের সংসদে পাস হওয়া তিনটি কৃষি আইনের বিরুদ্ধে গত ১৭ দিন ধরে আন্দোলন করছেন কৃষকরা।

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago