বেগমগঞ্জে আওয়ামী লীগ নেতাকে গুলি
নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগ নেতা মো. বাহার উদ্দিনকে (৫৫) গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামে এই ঘটনা ঘটে। আহত বাহার উদ্দিন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
গুলিবিদ্ধ অবস্থায় বাহার উদ্দিনকে সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার প্রস্তুতি চলছে।
বাহার উদ্দিন অভিযোগ করে বলেন, রাজনৈতিক বিরোধের জেরে স্থানীয় সন্ত্রাসী হৃদয় পিস্তল থেকে গুলিটি ছুড়েছেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হৃদয়ের সঙ্গে থাকা হামলাকারীরা পালিয়ে যায়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন বলেন, বাহার উদ্দিনের ডান পায়ের উরুতে গুলি লেগেছে। গুলিটি মাংস ভেদ করে বেরিয়ে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তার অবস্থা শঙ্কামুক্ত। রক্তক্ষরণ বন্ধ হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. শাহ ইমরান জানান, গুলির ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। কে বা কারা কী কারণে গুলি করেছে পুলিশ তা উদঘাটন করছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
Comments