হেফাজতের মহাসচিব নূর হোসাইন কাসেমী মারা গেছেন
হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
আজ রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নূর হোসাইন কাসেমীর ব্যক্তিগত সহকারী আমীর হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় গত ১ ডিসেম্বর হুজুরকে হাসপাতালের ভর্তি করা হয়েছিল।’
অ্যাজমা ও শ্বাসকষ্টে ভুগছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী। তিনি বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় ঐক্যজোটের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব ছিলেন।
বারিধারায় তার প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া মাদ্রাসার পাশে নূর হোসাইন কাসেমীকে দাফন করা হবে বলে জানিয়েছেন আমীর হোসেন।
জমিয়তে উলামায়ে ইসলাম সংবাদবিজ্ঞপ্তিতে জানায়, আগামীকাল সকাল ৯টায় জাতীয় ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। স্বাস্থবিধি মেনে দলের নেতাকর্মীদের জানাজায় অংশ নেওয়ার আহবান জানানো হয়েছে।
Comments