চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান হত্যায় ১০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনকে হত্যার দায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচ জনকে যাবজ্জীনক কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক এই রায় ঘোষণা করেন।
একইসঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পাঁচ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার জনকে মুক্তি দিয়েছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী এসইউএম নূরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ১৯৯৯ সালের ৩ অক্টোবর দিবাগত রাতে আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় তার স্ত্রী রওশন আক্তার বাদী হয়ে ২০ জনকে আসামি করে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০০ সালের ২২ ডিসেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তৎকালীন এএসসপি কাদের খান ২০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। এই হত্যা মামলায় ৩০ জনের মধ্যে ২১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
Comments