জিদান খুশি, তবে আত্মতুষ্টিতে ভুগছেন না

zidane
ছবি: টুইটার

দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর টানা তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বাজে ফর্ম কাটিয়ে তারা ফিরেছে ছন্দে। শিষ্যদের পারফরম্যান্সে তাই ভীষণ খুশি দলটির কোচ জিনেদিন জিদান। তবে আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ দেখছেন না তিনি।

শনিবার রাতে স্প্যানিশ লা লিগার শিরোপাধারীরা মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে তুলে নিয়েছে ২-০ গোলের দারুণ জয়। আসরের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদকে প্রথম হারের স্বাদ দিয়েছে লস ব্লাঙ্কোসরা। গত সপ্তাহে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে জিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করার আগে লিগের ম্যাচে তারা হারিয়েছিল সেভিয়াকে।

মাঝে কঠিন সময় পার করতে হয় রিয়ালকে। স্বরূপে ফেরার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচের মাত্র একটিতে জিতেছিল তারা। ফলে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। সেসময় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন জিদান। তবে পদত্যাগের গুঞ্জন উঠলেও তিনি ছিলেন অনড়। পাশাপাশি দলের খেলোয়াড়দের নিয়ে আত্মবিশ্বাসী থাকার কথাও তখন বলেছিলেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এই সাবেক ফুটবলার।

দ্রুতই আস্থার প্রতিদান মেলায় অ্যাতলেতিকোর বিপক্ষে ম্যাচের পর জিদান উচ্ছ্বসিত প্রশংসা করেন শিষ্যদের, ‘আমি সবচেয়ে বেশি খুশি আমার খেলোয়াড়দের জন্য। তারাই মাঠে লড়াই করে এবং সবটুকু উজাড় করে দেয়। তারা যা করে, সেটাতে বিশ্বাস রাখে এবং শেষ পর্যন্ত যখন আমাদের চাওয়াটা পূরণ হয়ে যায়, তখন সেটা সবসময়ই আমাদের জন্য ইতিবাচক।’

real madrid
ছবি: টুইটার

তিনি আলাদা করে উল্লেখ করেন লুকা মদ্রিচ ও টনি ক্রুসের কথা, ‘আমরা (মদ্রিচ ও ক্রুসকে) ব্যবহার করেছি আমাদের কৌশল কাজে লাগানোর জন্য। আমাদেরকে এটা করতেই হতো। তারা খেলার গতি বাড়িয়ে রেখেছিল। তারা এক প্রান্ত থেকে অপর প্রান্তে দ্রুত কোণাকুণি পাস দিয়েছে, ফাঁকা জায়গা খুঁজে নিয়েছে। তারা দুর্দান্ত ছিল, ছিল অসাধারণ।’

তবে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ রিয়ালকে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো জিদান, ‘পুরো ম্যাচে আমরা দারুণ লড়াই করেছি। কিন্তু আমাদের এখনই উদযাপন করার মতো কিছু ঘটেনি। কারণ, আমরা এখনও কোনো কিছু (শিরোপা) জিতিনি। তবে আমাদের জন্য দারুণ একটি সপ্তাহ গেছে। খুব ভালো তিনটি ম্যাচ আমরা খেলেছি।’

ছন্দ বজায় রাখার উপর জোর দিচ্ছেন তিনি, ‘এখন আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, বিশ্রাম নিয়ে ফের তৈরি হতে হবে এবং দেখা যাক, মঙ্গলবারের ম্যাচে (অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে) আমরা কী ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারি। অবশ্যই, আমাদের আজকের (শনিবার রাতের) ম্যাচের ফল উপভোগ করতে হবে। তবে আমি মঙ্গলবারের ম্যাচ নিয়েও ভাবছি। একটির পর আরেকটি ম্যাচ জেতার চেষ্টার ক্ষেত্রে মধ্যবর্তী সময়ে আমাদেরকে এভাবেই এগোতে হবে।’

মৌসুমের সপ্তম জয়ে লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে গেছে রিয়াল। স্পেনের সফলতম ক্লাবটির অর্জন ১২ ম্যাচে ২৩ পয়েন্ট। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল সোসিয়েদাদ। এক নম্বরে থাকা অ্যাতলেতিকোর পয়েন্ট ১১ ম্যাচে ২৬।

Comments

The Daily Star  | English

Bangladesh Police: Equipped to inflict heavy casualties

Police arms records show the brutal truth behind the July killings; the force bought 7 times more lethal weapons than non-lethal ones in 2021-23

15h ago