মানসিকতার বদলেই বিধ্বংসী নাঈম

শুরুর দিকে উইকেটে সেট হলেও ইনিংস লম্বা করতে পারছিলেন না মোহাম্মদ নাঈম শেখ। তবে আগের দিন ফরচুন বরিশালের সঙ্গে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। স্বভাবসুলভ বিধ্বংসী ব্যাটিংও করেছেন। আর নাঈমের এমন ব্যাটিংয়ের পেছনে মানসিকতার বদলই দেখছেন দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।
ছবি: ফিরোজ আহমেদ

শুরুর দিকে উইকেটে সেট হলেও ইনিংস লম্বা করতে পারছিলেন না মোহাম্মদ নাঈম শেখ। তবে আগের দিন ফরচুন বরিশালের সঙ্গে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। স্বভাবসুলভ বিধ্বংসী ব্যাটিংও করেছেন। আর নাঈমের এমন ব্যাটিংয়ের পেছনে মানসিকতার বদলই দেখছেন দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের দিন বরিশালের বিপক্ষে ১০৫ রানের ইনিংস খেলেন নাঈম। ৬৪ বলে নিজের ঝড়ো এ ইনিংসটি খেলেন এ ব্যাটসম্যান। বাউন্ডারি মেরেছেন ১৫টি। যার ৭টিই উড়িয়ে মাঠ পার করেছেন।

নাঈমের এমন ব্যাটিংয়ে স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত কোচ সুজন। ইতিবাচক মানসিকতার কারণেই লম্বা ইনিংস খেলতে পেরেছেন বলে মনে করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ অধিনায়ক, 'আমার মনে হয় ওর (নাঈম) মানসিকতায় (পরিবর্তন হয়েছে)। অন্য কিছু না। স্কিল আর টেকনিকে কোনো সমস্যা থাকার কথা না।'

'উইকেটে সেট হওয়ার পর বড় রান করা মানে টি-টোয়েন্টি এমন একটি খেলা আপনাকে সুযোগ নিতেই হবে, ইতিবাচক থাকতে হবে। আমার মনে হয় ওর মধ্যে ওইটা ওর মধ্যে অনেক কাজ করেছে। আমরা দলের সকলে ওর সঙ্গে কথা বলেছে। আমরা জানি ওর মধ্যেই সেই সামর্থ্য আছে। তো সেটার বহি:প্রকাশ করা খুব জরুরি আসলে।' -যোগ করে আরও বলেন সুজন।

তবে শুধু আগের দিনই নয়, কিছু দিন আগে জেমকন খুলনার বিপক্ষে সাকিব আল হাসানের মতো স্পিনারের এক ওভারেই চারটি ছক্কা হাঁকিয়েছেন নাঈম। ইঙ্গিতটা আগেই ছিল। তবে আগের দিন ইনিংসটা লম্বাও করতে পেরেছেন এ বিধ্বংসী ওপেনার।

তবে নাঈমের এমন আগ্রাসনেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিতে পারেননি ঢাকা। এ ওপেনার যখন আউট হন দলের রান তখন ১৭২। শেষ দিকের ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে পারেননি বলেই হার দেখতে হয়েছে তাদের। পরে ১০ বলে ২০ রানের প্রয়োজন হলেও ২ রান দূরে থামে দলটি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago