বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: রিমান্ড শেষে ২ মাদ্রাসাছাত্র আদালতে

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর মামলায় গ্রেপ্তার মাদ্রাসাছাত্র আবু বকর মিঠুন ও সবুজ ইসলাম নাহিদকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক নিশিকান্ত সরকার আজ রোববার ৪টার দিকে আসামিদের আদালতে সোপর্দ করেন। তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের কামরায় জিজ্ঞাসাবাদ চলছে।
এর আগে, গতকাল এই মামলার অপর দুই আসামি মাদ্রাসার শিক্ষক আল-আমিন ও ইউসুফ একই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
Comments