করোনাভাইরাসে আক্রান্ত নন তামিম ইকবাল

Tamim Iqbal
ছবি: ফিরোজ আহমেদ

শরীর দুর্বল ও কিছু উপসর্গ থাকায় লিগ পর্বের শেষ ম্যাচের মাঝপথে তামিম ইকবালকে আইসোলেশনে পাঠানো হয়েছিল। রোববার সকালেই করা হয় তার কোভিড-১৯ পরীক্ষা। তাতে সুখবর এসেছে। জৈব সুরক্ষিত বলয়ে থাকা ফরচুন বরিশাল অধিনায়ক করোনাভাইরাসে আক্রান্ত নন।

দলের মিডিয়া বিভাগের পক্ষ থেকে রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

শনিবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে ব্যাট করতে নেমেছিলেন তামিম। বাঁচা-মরার লড়াইয়ে ১৭ বলে ১৯ রান করে ফিরে যান। এরপরই শারীরিকভাবে অসুস্থ বোধ করতে থাকেন তিনি। বিসিবি মেডিকেল বিভাগকে অবহিত করার পর তারা তাকে আইসোলেশনে পাঠিয়ে দেন। ফলে অধিনায়ক তামিম ফিল্ডিং করতে নামেননি।

১৯৩ রান করা তামিমের দল ২ রানের জয় পায় মেহেদী হাসান মিরাজের ভারপ্রাপ্ত অধিনায়কত্বে। তাতে তারা নিশ্চিত করে প্লে অফে খেলা।

ম্যাচ শেষে রাতেই গণমাধ্যমকে নিজের অসুস্থতার কথা জানিয়ে তামিম বলেছিলেন, ‘আমার কাল থেকেই একটু শরীর খাপার লাগছিল। আজ সকালে একটু ভাল মনে মনে হওয়ায় খেলতে নামি। ব্যাট করতে গিয়ে আউট হয়ে আসার পর আরও দুর্বল লাগা শুরু হয়। বিসিবির মেডিকেল ইউনিট আমাকে দেখেছেন। দেখে মনে করেছেন ওই সময় আমার ড্রেসিংরুমে থাকা ঠিক হবে না। তাই আমাকে আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

সোমবার দুপুরে বেক্সিমকো ঢাকার  বিপক্ষেই এলিমিনেটর ম্যাচে নামবে তামিমের দল। জিততে পারলে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে পারবে তারা। হারলে নিতে হবে বিদায়। করোনা আক্রান্ত না হলেও গুরুত্বপূর্ণ এই ম্যাচে তামিম খেলছেন কীনা তা নিশ্চিত হওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

7h ago