গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নাঈম হোসেন (৭) নাকে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোডস্থ বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম।
এসআই জানান, শিশু নাঈম সড়কের পাশে দাঁড়িয়েছিল। সে সময় শ্রীপুরগামী প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে একটি অটোরিকশা নাঈমের ওপরে উঠে পড়ে। এতে অটো উল্টে গিয়ে শিশু নাঈম ও চালক রিপন আহত হয়। স্থানীয়রা নাঈমকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অটোরিকশাচালক রিপনকে ময়মনসিংহ মেডেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Comments