খুলনায় দুর্নীতির দায়ে সাবেক খাদ্য কর্মকর্তার কারাদণ্ড

সাবেক খাদ্য উপপরিদর্শক ও খুলনা সিএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর জব্বার হাজরাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ লাখ ৫৭ হাজার ৮৫৪ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের জেল দেওয়া হয়েছে।
Khulna Map
স্টার অনলাইন গ্রাফিক্স

সাবেক খাদ্য উপপরিদর্শক ও খুলনা সিএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর জব্বার হাজরাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ লাখ ৫৭ হাজার ৮৫৪ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের জেল দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন।

খাদ্যশস্য নষ্ট দেখিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ আদালতের কাছে প্রমাণিত হয়েছে বলে বিচারক তার রায়ে উল্লেখ করেছেন। রায় ঘোষণার সময় আসামি জব্বার হাজরা আদালতে উপস্থিত ছিলেন না। বর্তমানে তিনি পলাতক আছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় খুলনার আদালত পরিদর্শক বিজন কুমার রায় বলেন, ‘২০০৪ সালে আব্দুর জব্বার হাজরার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় মামলাটি করেন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর (বর্তমানে দুদক) প্রধান কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. বজলুর রহমান। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, খুলনা খাদ্য গুদামের দায়িত্বে থাকাকালে খাদ্যশস্য নষ্ট দেখিয়ে ২৮ লাখ ৭৬ হাজার ২৩৩ টাকা আত্মসাৎ করেন তিনি।’

ওই মামলার তদন্তের দায়িত্বে ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেন।

মামলাটি দীর্ঘ তদন্তের পর ২০১৪ সালে মোশাররফ হোসেন আদালতে ওই মামলার চার্জশিট দাখিল করেন। পরে আজ মামলার রায় ঘোষণা করা হলো। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সেলিম আল আজাদ।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago