২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) স্থগিত হওয়া নির্বাচন আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ সোমবার ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।
২১ মার্চ করোনাভাইরাস মহামারির কারণে সিসিসি নির্বাচন স্থগিত করা হয়েছিল। আজ ইসি সচিব জানান, স্থগিত নির্বাচন অনুষ্ঠানের জন্য নতুন তফসিলের প্রয়োজন হবে না।
এর আগে ইসি চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি সিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। ২৯ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। ৯ মার্চ থেকে নগরীতে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছিল।
তিনি আরও জানান, দেশের আরও ৬৪টি পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তারা ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি।
Comments