জহুরুলের আগ্রাসী ফিফটি, মাহমুদউল্লাহ-ইমরুল-সাকিবদের ঝড়

মিরপুরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে ২১০ রান করেছে খুলনা
Jahurul Islam
ছবি: ফিরোজ আহমেদ

চার-ছয়ে শুরুটা রাঙালেন জহুরুল ইসলাম, খেললেন বড় ইনিংস। মাঝে নেমে ঝড় তুলে দ্রুত রান বাড়ালেন ইমরুল কায়েস আর মাহমুদউল্লাহ। শেষটা করলেন সাকিব আল হাসান। পুরো টুর্নামেন্টে ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা টপ অর্ডারের নৈপুণ্যে বড় রান পেল জেমকন খুলনা।

মিরপুরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে  ২১০ রান করেছে খুলনা। গাজী গ্রুপ চট্টগ্রামকে দিয়েছে কঠিন চ্যালেঞ্জ। 

টস হেরে ব্যাট করতে গিয়ে বেশ ভালো শুরু পায় খুলনা। বিশেষ করে ওপেনার জহুরুল ইসলাম ছিলেন তেতে। জাকির হাসানকে এক পাশে রেখে একাই দ্রুত রান বাড়াতে থাকেন তিনি।

পাওয়ার প্লে কাজে লাগিয়েছেন জুতসই। কিন্তু জাকির একটু মন্থর খেলায় রান এসেছে কিছুটা কম। ধুঁকতে থাকা জাকির ফেরেন দশম ওভারে। তখন ৭২ রান উঠে গেছে বোর্ডে। এই রানের বেশিরভাগই জহুরুলের । ততক্ষণে ফিফটিও তুলে নিয়েছেন তিনি। ২২ বল খেলে জাকির করেন মাত্র ১৬। 

ব্যক্তিগত কারনে এক ম্যাচ বাইরে থাকার পর ফিরে ইমরুল শুরু করেন ঝড়। তিনে নেমে তরতরিয়ে রান বাড়াতে থাকেন তিনি। মোস্তাফিজের বলে পুল করে ক্যাচ দেওয়ার আগে মাত্র ১২ বলে করে যান ২৫। 

দারুণ খেলতে থাকা জহুরুলও জাগাচ্ছিলেন সেঞ্চুরির আশা। সেজন্য হাতে সময় ছিল বিস্তর। সে সুযোগ জলাঞ্জলি হয় মোসাদ্দেকের বলে। ৫০ বলে ৮০ রানে থামেন অভিজ্ঞ এই ডানহাতি। 

পুরো টুর্নামেন্টে রান খরায় ভোগা সাকিব নেমেছিলেন চারে। ছক্কায় শুরুর পর খেলেছেন শেষ পর্যন্ত। এই ম্যাচেই তাকে পাওয়া গেছে কিছুটা সাবলীল অবস্থায়। 

অধিনায়ক মাহমুদউল্লাহকে পাওয়া যায় বিস্ফোরক ভূমিকায়। নেমেই শরিফুলকে টানা তিন ছক্কায় উড়ান তিনি। 

সঞ্জিত সাহার বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ৯ বলেই করে ফেলেন ৩০ রান। শেষ ওভারে মোস্তাফিজের বলে বোল্ড হওয়ার আগে ১৪ বলে তিনি করে যান ২৮ রান। শেষ ওভারে বিমারে দুটো নো বল দিয়ে ওভার পুরো করতে পারেননি তিনি। অসমাপ্ত ওভার শেষ করতে এসে মাশরাফি মর্তুজার হাতে ছক্কা খান সৌম্য সরকার। 

সংক্ষিপ্ত স্কোর 

জেমকন খুলনা : ২০ ওভারে ২১০/৭  (জহুরুল ৮০ , জাকির ১৬, ইমরুল ২৫ , সাকিব ২৮, মাহমুদউল্লাহ  ৩০, আরিফুল ১৫, শুভাগত  ০* , শামীম ১ , মাশরাফি ৬*; নাহিদ ০/২১ , শরিফুল, সঞ্জিত ১/৫০, মোস্তাফিজ ২/৩১,  সৌম্য ০/৩১, মোসাদ্দেক ১/২৭)

 

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago