আরও দুটি বাউন্ডারি মারতে পারলে দল চাপে পড়ত না: তামিম

Tamim Iqbal
ছবি: ফিরোজ আহমেদ

লক্ষ্য ছিল নাগালেই। দেড়শো রানের সেই লক্ষ্যে চাহিদা অনুযায়ী ব্যাট করতে পারেননি অধিনায়ক তামিম ইকবাল। মন্থর শুরুর পর যা পুষিয়ে দিতে পারেননি বাকি ব্যাটসম্যানরা। ম্যাচ শেষে তামিম বললেন, তিনি নিজে আরেকটু দ্রুত রান আনলে এমন পরিস্থিতি হতো না।

বেক্সিমকো ঢাকার বিপক্ষে সোমবার ১৫১ রান তাড়ায় গিয়ে ১৪১ রানে থেমে যায় ফরচুন বরিশাল। ৯ রানের হারে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে। ওপেন করতে নামা বরিশাল অধিনায়ক ২৮ বলে করেন ২২ রান। আফিফের ৩৫ বলে করা ৫৫ রানও তাই গেছে বিফলে।

এমন হারের পেছনে ব্যাটসম্যানদেরই দায় দেখছেন বেশি। বিশেষ করে নিজের ব্যাটিংও যে চাহিদায় বিপরিত ছিল তা অস্বিকার করেননি তামিম,  ‘ আমি শুরুতে ধীর গতিতে শুরু করেছিলাম। কারণ আমাদের দ্রুত ২ উইকেটের পতন হয়েছিলো। আমি আরো একটি উইকেট দিতে চাইনি। আমার মনে হচ্ছে আমি যদিও আরো ১ বা ২ টি বাউন্ডারি মারতে পারতাম তাহলে শেষে এসে এতটা চাপে পরতে হতো না।’

কেবল এই ম্যাচ না পুরো টুর্নামেন্টেই ব্যাটসম্যানদের কাছ থেকে প্রত্যাশা মেটেনি বলে জানান তিনি, ‘সত্য বললে পুরো টুর্নামেন্টে আমাদের যে মানের খেলার প্রত্যাশা ছিলো সেই অনুযায়ী খেলতে পারিনি। আজ ও গতদিন আমরা ভালো খেলেছি। আমার মনে হয় বিশেষত আজ আমরা দুর্দান্ত বোলিং করেছি। তাঁদের ১৫০ এর নিচে বেঁধে ফেলেছি। আমরা ভালো একটি শুরু পাইনি।’

Comments