স্ত্রী-সন্তানকে ফিরে না পেয়ে নিজের বুকে ছুরি মেরে আত্মহত্যা
মামলা করেও স্ত্রী-সন্তানকে ফিরে না পাওয়ায় হবিগঞ্জ আদালতের সামনে আজ দুপুরের নিজের বুকে ছুরিকাঘাত করে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
নিহতের হাফিজ মিয়া (৩২) সদর উপজেলার সুলতান মামদপুর গ্রামের নূর মিয়ার ছেলে।
হাফিজের প্রতিবেশী সাদেক মিয়া জানান, হাফিজ কয়েক বছর আগে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে বুশরা বেগমকে (২৫) বিয়ে করেন। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়ায় বুশরা তার বাবর বাড়ি চলে গিয়েছিল। এর পর থেকেই দুজন আলাদা থাকতেন। তাদের একমাত্র সন্তান ছিল স্ত্রীর সঙ্গে।
আদালত পরিদর্শক মো. আল-আমিন জানান, স্ত্রী সন্তানকে ফিরে পেতে হবিগঞ্জ নির্বাহী আদালতে মামলা করেছিলেন হাফিজ। বিচারক হাফিজের স্ত্রীর ইচ্ছায় তাকে তার মায়ের সঙ্গে যাওয়ার আদেশ দেন। এর কিছুক্ষণ পরই হাফিজ বাইরে এসে আদালত ভবনের সামনে নিজের বুকে ছুরিকাঘাত করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিঠুন রায় জানান, হাফিজের বুকে একটি আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসার জন্য তাকে সিলেটে নিয়ে যাওয়া হচ্ছিল। যাওয়ার পথেই তিনি মারা গেছেন।
Comments