এখনো কাঁদছেন শহীদ পরিবারের সদস্যরা
অশ্রু এখনো থামেনি শহীদ পরিবারে সদস্যদের। স্বাধীনতা ও বিজয়ের মাস এলেই দুঃসহ সব স্মৃতি ভেসে ওঠে স্বজনদের মনে। কিন্তু মুক্তিযুদ্ধে স্বজনদের সঙ্গে বাড়ি-ঘর সহায়-সম্বল হারালেও আজো মিলেন স্বীকৃতি।
পাকিস্তানের পতাকা পোড়ানোয় লালমনিরহাট শহরের সাহেবপাড়ার শিল্পী আক্তার ঝর্ণার বড় ভাই কলেজ ছাত্র দারা ইসলামকে হাত-পা বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল হানাদার বাহিনীর মৃত্যুকুপে। লাশও পাওয়া যায়নি তার।
দারা ইসলামের বাবা রেলওয়ে কর্মচারী মকবুল হোসেনকে তুলে নিয়ে হত্যা করা হয় স্টেশনের পাশে রেলওয়ে রিক্সা স্ট্যান্ডে। তারও লাশ পাওয়া যায়নি। তবে মিলেছিল ব্যবহৃত কলম আর টুপিটি। শিল্পী আজা ভুলতে পারছেন বা-ভাইকে হারানো সেই দুঃসহ স্মৃতি।
বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে…
Comments