শ্রীপুর পৌর নির্বাচনের ভোটগ্রহণ ১৬ জানুয়ারি

স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাধারণ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন দিয়েছে নির্বাচন কমিশন। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২১ সালের ১৬ জানুয়ারি এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার সন্ধ্যায় দেওয়া প্রজ্ঞাপনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়। বিএনপি মনোনীত দলীয় মেয়রপ্রার্থী শহিদুল্লাহ শহিদের মৃত্যুর পর ওই পদে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন দিলো নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে বলা হয়, স্থগিত হওয়া পদে (মেয়র) মনোনয়ন দাখিলের শেষ দিন ২৩ ডিসেম্বর। মনোনয়ন বাছাইয়ের দিন ২৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ ডিসেম্বর এবং ২০২১ সালের ১৬ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কেবল মেয়র পদে নতুন করে মনোনয়ন জমা দেওয়া যাবে। যারা ইতোমধ্যে মনোনয়ন জমা দিয়েছেন, তাদের আর নতুন করে মনোনয়ন জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সাধারণ আসনের কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে নতুন করে মনোনয়ন জমা দেওয়ার কোনো সুযোগ নেই। ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।

পূর্বের তফসিল অনুযায়ী, এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলতি বছরের ২৮ ডিসেম্বর। এরই মধ্যে বিএনপির মনোনীত দলীয় মেয়রপ্রার্থী শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহিদ ৯ ডিসেম্বর মারা গেলে ওই পদে নির্বাচন স্থগিত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ। যার পরিপ্রেক্ষিতে সবশেষ এই নতুন তারিখ ঘোষণা করা হলো।

Comments

The Daily Star  | English

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

14m ago