সমর্থকদের স্বপ্নের একাদশে নেই ইয়াসিন-ম্যাথিউস-পেলে
নিজেদের ওয়েবসাইটে সোমবার ব্যালন ডি’অর স্বপ্নের একাদশ প্রকাশ করেছে ফরাসি ম্যাগাজিন 'ফ্রান্স ফুটবল'। হালের মেসি-রোনালদোর সঙ্গে এ একাদশে আছেন লেভ ইয়াসিন, ম্যারাডোনা, পেলে, মালদিনিদের মতো খেলোয়াড়রা। একই সমর্থকদের ভোটেও একটি আলাদা একাদশ নির্বাচন করেছে দলটি। সে একাদশে নেই ইয়াসিন, পেলে ও লোথার ম্যাথিউস।
১৪০ জন সাংবাদিকের প্যানেল আগের দিন স্বপ্নের একাদশ ঘোষণা করে ম্যাগাজিনটি। ৩-৪-৩ ফর্মেশনের এ একাদশে আছেন লেভ ইয়াসিন, কাফু, পাওলো মালদিনি, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জাভি হার্নান্দেজ, লোথার ম্যাথিউস, দিয়েগো ম্যারাডোনা, পেলে, ক্রিস্তিয়ানো রোনালদো, রোনালদো নাজারিও ও লিওনেল মেসি।
তবে নিজেদের প্রকাশ করা তালিকার পাশাপাশি সমর্থকদের সুযোগ দেওয়া হয় তাদের পছন্দের একাদশ বেছে নিতে। একাদশ বাছাইও করেন তারা। যদিও সমর্থকদের ভোটে একাদশে খুব বেশি পরিবর্তন হয়নি। মূল একাদশের মতো তাদের একাদশে রয়েছেন কাফু, মালদিনি, বেকেনবাওয়ার, জাভি, ম্যারাডোনা, ক্রিস্তিয়ানো রোনালদো, রোনালদো নাজারিও ও মেসি।
পরিবর্তন হয়েছে তিন জন খেলোয়াড়ের। তাদের পছন্দের তালিকায় বাদ পড়েছেন তিনটি বিশ্বকাপ জয়ী তারকা পেলে। বাদ পড়েন বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ম্যাথিউসও। এছাড়া একমাত্র ব্যালন ডি'অর জয়ী গোলরক্ষক ইয়াসিনও বাদ পড়েছেন। এ তিন জনের জায়গায় তারা বেছে নিয়েছেন জিনেদিন জিদান, আন্দ্রেয়া পিরলো ও জিয়ানলুইজি বুফনকে।
ভক্তদের পছন্দের ব্যালন ডি'অর স্বপ্নের একাদশ:
জিয়ানলুইজি বুফন, কাফু, পাওলো মালদিনি, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জাভি হার্নান্দেজ, আন্দ্রেয়া পিরলো, দিয়েগো ম্যারাডোনা, জিনেদিন জিদান, ক্রিস্তিয়ানো রোনালদো, রোনালদো নাজারিও ও লিওনেল মেসি।
Comments