ধামরাইয়ে এনজিও কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, আটক ১
ঢাকার ধামরাইয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে এক এনজিও কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
নিহত ইসমাইল (২৩) যাদবপুর ইউনিয়নের আমরাইল গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে। তিনি স্থানীয় গোমগ্রাম বাজারে সন্ধিমানব উন্নয়ন সংস্থায় মাঠকর্মী হিসেবে কাজ করতেন।
আটক রাজিব হোসেন (৩০) একই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের গাওতারা এলাকায় এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নয়ন মিয়া।
তিনি বলেন, ‘ইসমাইল হোসেন স্থানীয় বনেরচর গ্রাম থেকে কিস্তির টাকা উত্তোলন করে সাইকেলযোগে কর্মস্থলে ফিরছিলেন। তিনি গাঁওতারা এলাকায় বংশী নদীর ওপর ব্রিজের কাছে পৌঁছালে তার সাইকেলের গতিরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় বাধা দিলে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাটি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া দিয়ে রাজিবকে আটক করেন এবং বাকিরা পালিয়ে যায়। নিহতের গলায় ও কানের পাশে কোপের চিহ্ন রয়েছে।’
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, টাকা ছিনিয়ে নেওয়ার জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে কতজন জড়িত ছিলেন জানতে আটকৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
Comments