পদ্মা সেতুর টোল চূড়ান্ত হয়নি, বিভ্রান্ত হবেন না: সেতু বিভাগ
পদ্মা বহুমুখী সেতুর টোল হার এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে এ সংক্রান্ত অপপ্রচারে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে সেতু বিভাগ। আজ মঙ্গলবার সেতু বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা বহুমুখী সেতুর টোল হার নিয়ে অপপ্রচার চলছে। টোলের হার নির্ধারণের বিষয়টি অপপ্রচার ও গুজব উল্লেখ করে পদ্মা সেতুর টোল হার এখনও চূড়ান্ত হয়নি বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
তবে, টোলের হার নির্ধারণের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সেতু বিভাগ। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে টোল হার নির্ধারণে ব্যবস্থা নেওয়া হবে।
পদ্মা সেতুর টোলের হার নির্ধারিত হলে জনগণকে জানানো হবে এবং অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে সেতু বিভাগ।
Comments