মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেলেন আরও ৬১ বীরাঙ্গনা
একাত্তরের মুক্তিযুদ্ধে অবদান ও আত্মত্যাগের জন্য সরকার আরও ৬১ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করেছে।
সর্বশেষ এই অন্তর্ভুক্তির মাধ্যমে এ পর্যন্ত ৪০০ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার মর্যাদা পেয়েছেন।
স্বীকৃত বীরাঙ্গনাদের প্রত্যেকে মাসিক ১২ হাজার টাকা ভাতা পাবেন। এ ছাড়া, তাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য সরকারি চাকরিতে বিশেষ কোটা সুবিধা থাকবে।
২০১৪ সালের ২৭ জানুয়ারি হাইকোর্টের একটি আদেশের পর বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
ড. এম হাসানের নেতৃত্বে ওয়ার ক্রাইমস ফ্যাক্টস অ্যান্ড ফাইন্ডিং কমিটি জানায়, মুক্তিযুদ্ধের সময় কমপক্ষে এক লাখ ৬২ হাজার নারী ধর্ষণের শিকার হন এবং এক লাখ ৩১ হাজার হিন্দু নারী নিখোঁজ হন।
কমিটির তথ্য অনুযায়ী, নিখোঁজ হিন্দু নারীদের পাকিস্তান সেনারা ধর্ষণের পর হত্যা করে।
Comments