চলে গেলেন পটুয়াখালীতে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলনকারী আলতাফ হায়দার

১৯৭১ সালের ৮ ডিসেম্বর পটুয়াখালী জেলা শহরে স্বাধীনতার লাল-সবুজ পতাকা প্রথম উত্তোলনকরী বীর মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার আর নেই।
Altaf Hyder
পটুয়াখালী জেলা শহরে স্বাধীনতার লাল-সবুজ পতাকা প্রথম উত্তোলনকরী বীর মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার। ছবি: সংগৃহীত

১৯৭১ সালের ৮ ডিসেম্বর  পটুয়াখালী জেলা শহরে স্বাধীনতার লাল-সবুজ পতাকা প্রথম উত্তোলনকরী বীর মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার আর নেই।

গতকাল মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে তিনি মির্জাগঞ্জ উপজেলার দেউলি গ্রামে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তিনি স্ত্রী, ৬ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মির্জগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আজ বুধবার বিকেল ৪টায় দেউলি গ্রামের পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার মুক্তিযুদ্ধকালে ৯ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পটুয়াখালী হানাদার মুক্ত হওয়ার দিনে শহরের আলাউদ্দিন শিশুপার্কে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন তিনি।

Comments

The Daily Star  | English

Mirpur-10 metro station to reopen tomorrow

Mohammad Abdur Rouf, managing director of Dhaka Mass Transit Company Ltd, revealed the information in a press conference

44m ago