নেই কোভিড-১৯ নেগেটিভ সনদ

এবার সৌদি এয়ারলাইন্সকে দুই লাখ টাকা জরিমানা

Shahjalal Airport
ছবি: স্টার ফাইল ফটো

কোভিড-১৯ নেগেটিভ সনদ ছাড়া যাত্রী পরিবহন করায় সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত দুই দিনে দুটি স্পেশাল ও একটি রেগুলার ফ্লাইটে সৌদি এয়ারলাইন্সে ৫১৬ যাত্রী বাংলাদেশে এসেছেন। এই প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন। এদের মধ্যে মাত্র তিন জনের কাছে কোভিড-১৯ নেগেটিভ সনদ পাওয়া গেছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) জানিয়েছে, কোনো এয়ারলাইন্স কোভিড-১৯ নেগেটিভ সনদ ছাড়া যাত্রী পরিবহন করলে ফ্লাইট বাতিল অথবা জরিমানা করা হবে।

গত কয়েক সপ্তাহে একাধিক এয়ারলাইন্স কোভিড-১৯ নেগেটিভ সনদ ছাড়াই বাংলাদেশে যাত্রী আনায় এই সিদ্ধান্ত নিয়েছে সিএএবি। করোনায় আক্রান্ত সনদ থাকার পরও যাত্রী নিয়ে আসার ঘটনা দেখা গেছে। 

আরও পড়ুন

করোনায় আক্রান্ত যাত্রী আনায় এয়ার এশিয়াকে ১ লাখ টাকা জরিমানা

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago