যশোরে ধানখেত থেকে ২১টি বোমা উদ্ধার

যশোরের বাঘারপাড়ায় ধানখেত থেকে ২১টি বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া এলাকা থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধারকৃত বোমা। ছবি: সংগৃহীত

যশোরের বাঘারপাড়ায় ধানখেত থেকে ২১টি বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া এলাকা থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাসেল সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেতালপাড়া এলাকার একটি বাড়ির সামনের ধানকাটা জমিতে প্যাকেটের ভেতর কাঠের গুঁড়ার মধ্যে বোমা-সদৃশ বস্তু দেখে স্থানীয়রা খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে গিয়ে প্যাকেটটি উদ্ধার করা হয়। পরে প্যাকেটের ভেতরে থাকা লাল-কালো টেপ দিয়ে জড়ানো ২১টি বোমা উদ্ধার করা হয়।

বিজয় দিবসে নাশকতা চালাতে বোমাগুলো আনা হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। বোমাগুলো নিস্ক্রিয় করতে পুলিশ কাজ শুরু করেছে।

Comments

The Daily Star  | English

Keep up your efforts to build a ‘dignified, unique’ Bangladesh

Chief Adviser Professor Muhammad Yunus today urged students to keep up their efforts to build Bangladesh as a "dignified and unique" country

8m ago