কবর দখলের অভিযোগ: সোনারগাঁওয়ের এমপি লিয়াকতকে ক্ষমা চাইতে বললেন আইভী

নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁও) জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। অন্যথায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন মেয়র।
selina hayat ivy
সেলিনা হায়াৎ আইভী। স্টার ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁও) জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। অন্যথায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন মেয়র।

বুধবার দুপুরে শহরের দুই নম্বর রেল গেট এলাকায় দলীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন আইভী। 

আইভী বলেন, ‘এমপি কিছুদিন আগে বঙ্গবন্ধুর এক মামার কবর রাতের আঁধারে ভেঙে সেখানে তার বোনকে দাফন করেছেন। এর চেয়ে লজ্জাজনক কী হতে পারে। সিটি করপোরেশনের অনুমতি না নিয়ে জোর করে একজন এমপির এ কাজটি অত্যন্ত নিন্দনীয়। এ ব্যাপার গতকাল লিখিত অভিযোগ পেয়েছি। যদিও আমাদের তত্ত্বাবধায়ক ভয়ে এতদিন ঘটনাটি চেপে রেখেছিলেন। যখন জানতে পেরেছি তখন তত্ত্বাবধায়ককে সরিয়ে দিতে হয়েছে। মৌলভী সাহেবকে আমার শোকজ করতে হয়েছে। এখন এত বড় ক্ষমতাধর এমপিকেও আমি চিঠি দিতে বাধ্য, তার জবাবদিহিতার জন্য। দুর্বৃত্তায়ন করতে করতে মানুষ কোথায় চলে যায়। কবরেও দুর্বৃত্তায়ন।’

মেয়র বলেন, ‘আমি সেই এমপিকে ধিক্কার জানিয়ে বলতে চাই, যত দ্রুত সম্ভব সেই পরিবারের কাছে গিয়ে ক্ষমা চান। তাদের অনুমতি নেন। অন্যথায় আমি বাধ্য হব আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’

প্রসঙ্গত, ১৮ নভেম্বর ভোরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে কেন্দ্রীয় সিটি কবরস্থানে ক্রয়কৃত একটি কবর ভেঙে নিজের বড় বোন খালেদা খানমের দাফন করেন এমপি লিয়াকত হোসেন খোকা।  এ ঘটনায় মেয়রের কাছে অভিযোগ দেন শহরের দেওভোগ এলাকার বাসিন্দা ডা. শাহানা পারভীন।

তিনি বলেন, ‘১৯৮৩ সালের ১৪ জুলাই আমার বাবা শেখ ইসরাইল হক মৃত্যুবরণ করেন। দুই বছর পর পৌরসভা থেকে জায়গা কিনে কবর পাকা করা হয়েছিল। আমার বাবা শেখ ইসরাইল হক প্রধানমন্ত্রীর নানীর চাচাতো ভাই।’

Comments

The Daily Star  | English

Gaza still bleeds

Intensified Israeli airstrikes on Gaza yesterday killed dozens on the eve of the first anniversary of its offensive in the besieged territory that has killed nearly 42,000 Palestinians and left the enclave in ruins.

5h ago