কৃষক বিদ্রোহ: সংকট নিরসনে কমিটি করবে ভারতের সুপ্রিম কোর্ট

ভারতীয় সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

ভারতে নতুন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের চলমান বিক্ষোভের ২১তম দিনে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে। আজ বুধবার সুপ্রিম কোর্ট অচলাবস্থা নিরসনে একটি কমিটি গঠন করার কথা জানিয়েছে।

হিন্দুস্তান টাইমস জানায়, কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এ দিকে, বিক্ষোভরত কৃষকেরা আইন প্রত্যাহারের দাবিতে অটল অবস্থানে আছেন। তবে বিজেপি সরকারের দাবি, কৃষকদেরকে বিভ্রান্ত করা হচ্ছে।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সড়ক অবরোধের বিষয়টি শিগগির জাতীয় ইস্যুতে পরিণত হতে পারে বলে মনে হয়েছে। আদালত আরও উল্লেখ করেছে যে কেন্দ্রের সঙ্গে কৃষকদের আলোচনায় কার্যকর ফল আসেনি।

এ কারণেই, সুপ্রিম কোর্ট যে কমিটি গঠন করার কথা ভাবছে যেখানে কৃষক সংগঠনের প্রতিনিধি এবং সরকারের প্রতিনিধিরা থাকবে।

আজ সুপ্রিম কোর্টে কৃষকদের সড়ক অবরোধকে সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলন শাহিনবাগের সঙ্গে তুলনা করা হলে, আদালত ওই ঘটনাকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম নজির বলে উল্লেখ করেন।

এ ছাড়া, সুপ্রিম কোর্ট দিল্লির সীমানা এলাকায় বিক্ষোভকারী কৃষকদের অবিলম্বে অপসারণের জন্য কেন্দ্রীয় সরকারকে একটি নোটিশ জারি করেছেন।

সরকারের কাছে আদালত রাস্তা অবরোধকারীদের নাম জানতে চাইলে, সরকারের পক্ষ থেকে নাম বলা হয়নি। কেন্দ্রের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া সংগঠনগুলোর নাম বলার কথা জানিয়েছে সরকার।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Institutionalise democracy, stay united

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

2h ago