নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ২
নারায়ণগঞ্জের সদর উপজেলায় একটি বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রামারবাগ এলাকায় ওই ঘটনায় ঘটে।
নিহত দুই জন হলেন— রামারবাগ এলাকার মামুন মিয়ার ছেলে জিসান মিয়া (১৩) ও পোশাকশ্রমিক রাজ্জাক হোসেন (৩২)। আহত দুই জন হলেন— রামারবাগ এলাকার পিয়ার আলীর ছেলে সাকিব (১০), খাইরুলের স্ত্রী সাইদা বেগম (৩৫)।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘আজ সকাল ১১টার দিকে রামারবাগ এলাকার সোলায়মান মিয়ার বাড়ির নিচ তলার ফ্ল্যাটের ডান পাশের একটি রুমের ভেতরে থাকা সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়। সেসময় ঘরের ভেতরে ছিলেন রাজ্জাক, বাইরে খেলা করছিল সাকিব, জিসান এবং পাশে গৃহস্থালির কাজ করছিলেন সাইদা। বিস্ফোরণে চার জনই গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক জিসান ও রাজ্জাক হোসেনকে মৃত ঘোষণা করে। আর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাকিব ও সাইদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ট্যাংকির উপরের অংশ ভেঙে চূর্ণ হয়ে গেছে এবং রুমের দেয়াল-দরজা ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে সেপটিক ট্যাংক পরিষ্কার না করায় গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। বিষয়টি তদন্ত চলছে।’
Comments