চাঁদের মাটি-পাথরের নমুনা নিয়ে ফিরেছে চীনের চন্দ্রযান
চাঁদের মাটি ও পাথরের নমুনা সংগ্রহ নিয়ে পৃথিবীতে ফিরেছে চীনের চন্দ্রযান চ্যাং’ই-ফাইভ।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১৯৭০ এর দশকের পর এই প্রথম কোনো চন্দ্রযান চাঁদের নমুনা নিয়ে পৃথিবীতে ফিরেছে।
চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, চীনের স্থানীয় সময় আজ ভোররাতে চন্দ্রযানটি দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য ইনার মঙ্গোলিয়ায় অবতরণ করে।
গত ২৪ নভেম্বর চ্যাং’ই-ফাইভ মহাকাশযানটি উৎক্ষেপণ করেছিল চীন। ডিসেম্বরের শুরুতে এটি চাঁদে অবতরণ করে।
এই অভিযান পুরোপুরি সফল হলে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের পর চাঁদের নমুনা সংগ্রহ করা তৃতীয় দেশ হবে চীন।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে চাঁদ থেকে দুই কেজি নমুনা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছিল। তবে কতটুকু আনা গেছে তা এখনও প্রকাশ করা হয়নি।
চন্দ্রাভিযান সফল হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ম্যাকডোনেল সেন্টার ফর স্পেস সায়েন্সের ডিরেক্টর ব্র্যাড জলিফ সংবাদসংস্থা এপি’কে বলেছেন, ‘চাঁদ থেকে আনা এই মাটি ও পাথর অমূল্য সম্পদ। এই কঠিন মিশন সফল করার জন্য আমি চীনের বিজ্ঞানীদের স্যালুট জানাচ্ছি। এই মাটি ও পাথর বিশ্লেষণ করে অনেক তথ্য পাওয়া যাবে।’
‘আমার আশা, বিজ্ঞানীরা বিশ্লেষণের কাজ যথাযথভাবে করতে পারবেন,’ যোগ করেন তিনি।
Comments