ঘুষের টাকা উদ্ধারে কুয়েট উপাচার্যের একান্ত সচিবের স্ত্রীকে আটকে রাখার অভিযোগ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চাকরি দেওয়ার নামে আদায় করা ঘুষের টাকা উদ্ধারে উপাচার্যের সাবেক একান্ত সচিব এস এম সাইফুল্লাহর স্ত্রী দিলারা জাহানকে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে।
তাকে তেলিগাতি মধ্যপাড়া মসজিদের কাছে কুয়েটের চাকরিচ্যুত মাস্টাররোল কর্মচারী হোসনে আরার বাড়িতে আটকে রাখা হয়েছে। হোসনে আরার অভিযোগ, চাকরি জন্য তার স্বামী জালাল ফকির ১৬ লাখ টাকা ঘুষ দিয়েছেন।
এই অভিযোগের ব্যাপারে এস এম সাইফুল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, হামের টিকা দিতে আজ সকালে ছয় বছরের মেয়েকে নিয়ে মহা শিবরা কালীবাড়ি এলাকায় গিয়েছিল আমার স্ত্রী। কিছু লোক তাকে তেলিগাতী এলাকায় একটি বাড়িতে আটকে রেখেছে বলে শুনেছি।
তিনি বলেন, ‘শুনেছি কিছু লোক নাকি তার কাছে টাকা পাবে। আসলে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ। তার অসুস্থতার সুযোগ নিয়ে কেউ কেউ তাকে এসব কাজে ব্যবহার করেছে। এর সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজের সাজ্জাদ হোসেনের মন্তব্যের জন্য চেষ্টা করেও ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। কুয়েটের সহকারী পরিচালক (জনসংযোগ) মনোজ মজুমদার ডেইলি স্টারকে বলেন, ‘কোনো অভিযোগ এখনো আসেনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
Comments